আওয়ামী লীগ অপকর্ম করলে কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় সংগঠনটির কেউ কোনো অপকর্মে জড়ালে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। সাংবাদিকরাও সহযোগিতা করছেন, এ কারণে আমরা আত্মবিশ্বাসী।”
তিনি আরও জানান, আওয়ামী লীগের গোপন কার্যক্রম ও প্রশিক্ষণ সংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। কেউ জড়িত থাকলে—even যদি কোনো বাহিনীর সদস্যও হয়—তাকে আইনের আওতায় আনা হবে।
উপদেষ্টা বলেন, “এগুলো তদন্তসাপেক্ষ ব্যাপার। তদন্তের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকদের ভূমিকাকে প্রশংসা করে তিনি বলেন, “মিডিয়া আজ সত্য প্রচার করছে বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অবস্থান অনেকটাই পরিবর্তন হয়েছে। তারা এখন আর আগের মতো সরব নয়। এটাই আমাদের সাংবাদিকদের বড় সফলতা।”
বিআলো/তুরাগ