• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আওয়ামী লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান 

     dailybangla 
    09th Nov 2025 5:49 pm  |  অনলাইন সংস্করণ

    সজীব আলম, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) ৫৬ জন ইউপি সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) রাতে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

    অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় দলের পক্ষ থেকে নবাগত সদস্যদের হাতে ‘ধানের শীষ’ প্রতীক সম্বলিত ছাতা ও সদস্য কার্ড তুলে দেওয়া হয়।

    এর আগে গত ২০ অক্টোবর বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে দলীয় পদত্যাগের ঘোষণা দেন এই ৫৬ জন ইউপি সদস্য। যদিও নয়টি ইউনিয়নের মোট ৮৬ জন সদস্য বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৫৬ জন।

    বিএনপিতে যোগদানকারী ইউপি সদস্যদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, “আপনারা আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগ দিয়েছেন। এটি শুধু রাজনৈতিক দলের পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের মুক্তি আন্দোলনে এক নতুন দিগন্তের সূচনা।”

    তিনি আরও বলেন, “তৃণমূল পর্যায়ের এই জনগণের প্রতিনিধিদের যোগদান প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন চায়, তারা স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।”

    আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নবাগত ইউপি সদস্যসহ সবাই মিলে হাতে হাত রেখে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ, জনগণের সহযোগিতায় আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”

    মতবিনিময় সভার শুরুতে বিএনপিতে যোগদানকারী কয়েকজন ইউপি সদস্য বক্তব্য দেন। তারা আওয়ামী লীগের দীর্ঘদিনের “অপরাজনীতি ও স্বেচ্ছাচারী শাসন”-এর অভিজ্ঞতা তুলে ধরে বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করেন।

    অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সদর উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031