আওয়ামী লীগ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রেসসচিব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে। তারা দেশে আগুন-সন্ত্রাস চালিয়ে প্রমাণ করছে- এটাই এখন তাদের নেশা। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের রায় থেকে পালাতে না পেরে দলটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রেসসচিব।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই এই নির্বাচন বানচাল করতে পারবে না।
এ সময় তিনি জানান, রাজনৈতিক মতভেদ থাকলেও অধিকাংশ দলই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামিও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
বিআলো/শিলি



