• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আওয়ামী লীগ লুটের রাজত্ব করেছে জামায়াত ইসলামী ন্যায় প্রতিষ্ঠা করবে 

     dailybangla 
    01st Nov 2024 11:37 pm  |  অনলাইন সংস্করণ

    নাঈম হোসেন রায়পুর, লক্ষ্মীপুর: আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ সংসদীয় আসনের জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এস ইউ এম রুহুল আমীন ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার লুটের রাজত্ব কায়েম করেছে, গত ১৫ বছরে তারা ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।

    তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে নিরীহ-নিরস্ত্র মানুষদেরকে পুরে হত্যা করে সেই লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছে। চার চারটি নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে না দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তারা দিনের ভোট রাতে দিয়েছে। তারা সালিশি বাণিজ্য করেছে। তারা সাংবাদিকদের কলমের উপরে আইসিটি এ্যাক্ট দিয়ে লেখনির ক্ষমতা হরণ করছে। শহীদ মতিউর রহমান নিজামীসহ আমাদের অসংখ্য নেতাদেরকে তারা হত্যা করেছে। গত পনেরো বছরে একটি সফল রাষ্ট্রকে তারা ভিক্ষার রাষ্ট্রে পরিণত করেছে। তারা দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে। কোথাও তারা গণতন্ত্র রাখেনি। তারা মানুষের মৌলিক অধিকার হরণ করছে। আওয়ামী লীগ ক্ষমতার ভিতরেও শত্রু ক্ষমতার বাইরেও শত্রু। বিগত দিনের বিশ্লেষণ করলে আওয়ামী লীগের রাজনৈতিক কোনো অধিকার নেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক শান্তির রাষ্ট্র কায়েম করবে। ঘরে ঘরে পবিত্র কোরআনের চর্চা করবে। আওয়ামী লীগের মতো কিশোর গ্যাং তৈরি করবে না। জামায়াতে ইসলামী কোরানের রাজ কায়েম করবে। আমরা চাই একদল দুর্নীতিবাজ স্বৈরাচার এদেশ থেকে পালিয়ে গিয়েছে আবার নতুন করে যেন কোন স্বৈরশাসক এদেশে না আসে।

    ‘গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন মোল্লার হাট কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে প্রায় দেড় যুগ পরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওঃ নাছির আহমাদ (আমীর ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন)-এর সভাপতিত্বে ও মো. আবু সিদ্দিক-এর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, উপজেলা সেক্রেটারি এড. আব্দুল আউয়াল রাসেল, উপজেলা সহকারী সেক্রেটারি আবুল কাসেম, উপজেলা সহকারী সেক্রেটারী মাওঃ আনোয়ার হোসেন, উপজেলা শূরা সদস্য ফজলুল করিম, মাওলানা মফিজুর রহমান, পৌরসভার সহকারী সেক্রেটারি মাওঃ গাজী মুনজির হাসান এমরান (আমীর ২নং চরবংশী ইউনিয়ন), মাওঃ সামছুদ্দিন সামদানী (ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি ৮নং ইউপি), ইউনিয়ন অর্থ সম্পাদক নুর আলম, কর্মী, সহযোগী সদস্য, এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031