আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কসবা স্বাধীনতা চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধন আয়োজন করে কসবার সাংবাদিক ও সুশীল সমাজ।
মানববন্ধনে কসবা প্রেসক্লাব, আখাউড়া প্রেসক্লাব এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে তিন দফা দাবি জানানো হয়: দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও দায়িত্ব থেকে প্রত্যাহার, এবং ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম-দুর্নীতির বিষয়টি তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ।
কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে বক্তৃতা করেন আখাউড়া প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। সাংবাদিকতার মূল দায়িত্ব হলো অনিয়ম, দুর্নীতি ও অন্যায়কে জনসম্মুখে তুলে ধরা। কোনো সংবাদের সঙ্গে আপত্তি থাকলে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা সম্ভব। কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা উদ্দেশ্যমূলক এবং এটি কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখা যায়।
বক্তারা আরও জানান, অতীতেও বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর আইনি বাধা চাপানো হয়েছিল। এ ধরনের মামলা যদি অব্যাহত থাকে, তাহলে প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা আরও নির্লজ্জ হয়ে উঠবেন, আর সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার মুখোমুখি হবেন। তাই দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের পর ১২ আগস্ট সংশ্লিষ্ট ওসি দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন।
বিআলো/তুরাগ