• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আখাউড়ায় সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন 

     dailybangla 
    16th Aug 2025 7:17 pm  |  অনলাইন সংস্করণ

    ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার ও দুই ওসির অপসারণের দাবি 

    নিহারেন্দু চক্রবর্তী, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের নামে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় পৌর মুক্তমঞ্চের সামনে আখাউড়ার সাংবাদিক ও সুশীল সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে আখাউড়া প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সদস্যরা অংশ নেন। পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঐক্যবদ্ধ আখাউড়া, ইনসানিয়াত বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সংহতি জানান।

    মানববন্ধন থেকে তিন দফা দাবী উত্থাপন করা হয়—
    ১. সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার।
    ২. ইমিগ্রেশন ওসি মো. আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনকে প্রত্যাহার।
    ৩. যুগান্তর ও আরটিভিতে প্রকাশিত অনিয়ম-দুর্নীতির সংবাদের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।

    আখাউড়া প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুর রহমান কাশগরি, সাবেক পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া, যুগান্তরের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের আখাউড়া শাখার সভাপতি আফজাল খান শিমুল, এনসিপির প্রতিনিধি আসিফ নেওয়াজ, গণতান্ত্রিক ছাত্র সংসদের শওকত চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি জুয়েল মিয়া, দেশরূপান্তরের প্রতিনিধি এস. এম. জহিরুল ইসলাম টিপুসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম।

    বক্তারা মামলাকে সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। অনিয়ম বা দুর্নীতি প্রকাশিত হলে আইনগতভাবে প্রতিবাদ করার সুযোগ রয়েছে। অথচ মামলা দিয়ে ভিন্ন উদ্দেশ্যে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণঅভ্যুত্থানের পরও যদি ফ্যাসিবাদী কায়দায় সাংবাদিকদের টার্গেট করা হয়, তবে দুর্নীতিবাজ কর্মকর্তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।

    উল্লেখ্য, ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভিতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে দুর্নীতির খবর প্রকাশিত হলে এর জেরে ইমিগ্রেশন ওসি মো. আব্দুস সাত্তার বাদী হয়ে ১২ আগস্ট ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় চাঁদাবাজি ও মানহানির মামলা দায়ের করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031