আগস্টে বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক: গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৭৭ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণ, ১৮ কেজি ৭৩০ গ্রাম রূপা, প্রায় ৯ হাজার শাড়ি, ৪ হাজারের বেশি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিকস, ইমিটেশন গহনা, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, সার, কয়লা, জাল, মোবাইল ফোন ও যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ পণ্য। এ ছাড়া ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ/ট্রাক্টর, ৬টি প্রাইভেটকার ও ১৫৬টি নৌকা জব্দ করা হয়।
অভিযানে ৩টি পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, ৩টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন ও ৮১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। এর মধ্যে রয়েছে ১২ লাখ ৩৭ হাজার ইয়াবা, ৪ কেজি ৬০১ গ্রাম হেরোইন, ৭ হাজার ৮৮৮ বোতল ফেনসিডিল, প্রায় ১০ হাজার বোতল বিদেশি মদ, ১ হাজার ৫৪৮ কেজি গাঁজা, সিগারেট, বিয়ার, বাংলা মদ, ইনজেকশন, ট্যাবলেট ও বিভিন্ন ওষুধ।
চোরাচালান ও মাদক পাচারের ঘটনায় ২০৯ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬০ বাংলাদেশি ও ১১ ভারতীয় নাগরিককে আটক করা হয়। একই সময়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা ৫৪৬ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিআলো/এফএইচএস