• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আগামীকাল স্বাক্ষরিত হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই সনদ, ২০২৫’ 

     dailybangla 
    16th Oct 2025 11:41 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: আগামীকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ -এর স্বাক্ষর অনুষ্ঠান। বিকেল ৪টায় আয়োজিত এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার রাতে এক বার্তায় তিনি দেশবাসীকে এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হতে আহ্বান জানিয়েছেন।

    বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাই, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করুন। দেশের প্রতিটি নাগরিক যেন এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে যুক্ত হতে পারেন।”

    তিনি আরও বলেন, “আপনি যেখানেই থাকুন- ঘরে, কর্মস্থলে, দোকানে, মাঠে বা পথে- যুক্ত হোন এই ঐক্যের উৎসবে। রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই আজ একত্রে দাঁড়াচ্ছি একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে।”

    স্বাক্ষরের আগে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন-
    বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে জুলাই সনদ স্বাক্ষরের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

    বৈঠকে ড. আলী রীয়াজ বলেন, “জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনর্গঠনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।”

    আট মাসের আলোচনার ফসল-
    প্রায় আট মাস ধরে তিন ধাপে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া। গত ১৪ অক্টোবর কমিশন সনদের চূড়ান্ত কপি রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেয়।

    এর আগে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকেই রাষ্ট্র সংস্কারের নকশা তৈরিতে পরামর্শ ও আলোচনার ধারাবাহিকতা চলে আসছে। সংশোধন ও মতামত পর্যালোচনা শেষে আগামীকাল সনদটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে।

    ঐক্যের দিন উদ্‌যাপনের আহ্বান-
    বার্তার শেষে প্রধান উপদেষ্টা বলেন, “এটাই আমাদের একসঙ্গে উদ্‌যাপনের সময়- ঐক্যের শক্তি অনুভবের সময়। গৌরব ও আশায় ভরপুর এই ঐতিহাসিক দিন থেকে আমরা নতুন প্রেরণা নেব।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031