আগামীতে বাইফা একাডেমিক অ্যাওয়ার্ড দেওয়া হবে: বাইফা’র চেয়ারম্যান মেরিনা সাদী
মো. ইব্রাহীম হোসেন: বাংলাদেশ চীন মৈত্রী কনভেনশন সেন্টারের হল অফ ফেইম এ দেশের স্বনামধন্য ও বৃহত্তম অ্যাওয়ার্ড শো নতুনধরা প্রেজেন্টস ইটিভি ৪র্থ বাইফা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
মূল্যবান এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, মেয়র (নির্বাচিত), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনধরা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালাম।
উক্ত অনুষ্ঠানে চেয়ারপারসনের বক্তব্যে বাইফার চেয়ারম্যান ও নতুনধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মেরিনা আক্তার আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং সকল স্পন্সর প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ করে স্পন্সর কোম্পানি নতুনধরা গ্রুপের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাইফা অ্যাওয়ার্ড আয়োজনের শুরু থেকে এ বছর চতুর্থবারের মতো টাইটেল স্পন্সর হিসেবে আমাদের পাশে থেকেছেন। এই জন্য নতুনধরা গ্রুপের কাছে আমরা কৃতজ্ঞ।
মেরিনা আক্তার আরো বলেন, পরপর তিন বছর অত্যান্ত সফলতার সঙ্গে বাইফা অ্যাওয়ার্ড প্রদান সম্পূর্ণ হওয়ার পর এবার চতুর্থবারের মতো আরো সমৃদ্ধিশালীভাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাইফার এই সাফল্য এবং জনপ্রিয়তা আপনাদেরই ভালোবাসার অবদান। আপনারা আমাদের সাথে ছিলেন আমি আশা করি সামনের দিনগুলোতেও ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন বাইফা অ্যাওয়ার্ড শতভাগ শততার মাধ্যমে অত্যান্ত অভিজ্ঞ সম্মানিত ব্যক্তিবৃন্দের মাধ্যমে নমিনেশন দেওয়া হয়েছে এবং সম্মানিত দর্শকদের ভোটের মাধ্যমে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।
বাইফার চেয়ারম্যান মেরিনা আক্তার বলেন, বাইফা অ্যাওয়ার্ডে যারা যারা মনোনয়ন পেয়েছেন এবং যারা নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা মনোনয়ন পাননি তাদের প্রতিও আমার ভালোবাসা রইল।
মেরিনা আক্তার আরো বলেন, বাইফাকে নিয়ে আমাদের অনেক ভবিষৎ পরিকল্পনা আছে। বাইফা একটি ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস। আমরা প্রতিবারই চেষ্ঠা করি কিভাবে আরো ভালো প্রোগ্রামের আয়োজন করা যায়। সেই লক্ষ্যেই আমরা প্রতিবার আমাদের পার্টিসিফেট ও দর্শকদের কথা মাথায় রেখে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্ঠা করছি। ইনশাল্লাহ আগামীতে আরো ভালো সমৃদ্ধিশালী অনুষ্ঠানের আয়োজন করবে বাইফা।
বিআলো/তুরাগ