• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আগামীর বাংলাদেশে আর কোনো অন্যায়-অবিচার হবে না: আবদুল জব্বার 

     dailybangla 
    20th Jun 2025 10:39 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার‌ বলেছেন, বাংলাদেশের মানুষের মাঝে ইসলামী গণজাগরণ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ চাইলেই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। ইসলামী রাষ্ট্র কায়েম হলে এদেশে করাপশন বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, জুলুম নির্যাতন বন্ধ হবে, শ্রমিক, মজদুর, চাকরিজীবী ব্যবসায়ী সবাই ন্যায্য অধিকার পাবে।

    তিনি বলেন, এদেশের আজ ৫৩ বছর। এদেশের সকল নির্বাচন রাতের অন্ধকারে হয়নি। দিনেও হয়েছে , সুষ্ঠু নির্বাচন হয়েছে। জামায়াতে ইসলামী ছাড়াও জাকের পার্টি, ইসলামী আন্দোলনসহ আরও ইসলামী দল ছিল। ঐসব নির্বাচনে অধিকাংশ মানুষ ইসলামী দলকে ভোট দেয়নি। তাই এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়নি। সাধারণ মানুষের কাছে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট পরিস্কার ভাবে তুলে ধরতে হবে। প্রতিটি ভোটার, প্রতিটি মা-বোনের কাছে এই কনসেপ্ট ক্লিয়ার হলেই এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী ৯ মাসে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট পৌঁছে দিতে হবে।

    শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পুলস্থ আল আবরার জামে মসজিদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার‌।

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সুজন আলীর যৌথ সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা আঞ্চল দক্ষিণের পরিচালক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, নারায়ণগঞ্জ মহানগরী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবদুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব কফিল আহমাদ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031