আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হবে: ভিপি শামসুর
এস এম আলমগীর চাঁদ, পাবনা জেলা প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের পরাজিত ও বিজয়ী শক্তির মধ্যেই মূল লড়াই হবে উল্লেখ করে পাবনা-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান বলেছেন, “মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তিই এবার বিজয় লাভ করবে। তারেক রহমানের নেতৃত্বে আবারও আমরা বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবো ইনশাআল্লাহ।”
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাঁথিয়া ফুটবল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের দল। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বীর উত্তম ছিলেন এবং সেক্টর কমান্ডার ছিলেন। একটি দলের নেতারা পালিয়েছে কিন্তু সেই দলের জনগণ এই দেশেই আছে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই ভোট দেবে—আমি শুনেছি এবং জেনেছি।”
মনোনয়ন প্রসঙ্গে ভিপি শামসুর বলেন, “আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিকেই ধানের শীষের মনোনয়ন দেবেন জনাব তারেক রহমান। কার বেশি জনপ্রিয়তা, কার ওপর বেশি মামলা, কে জেল খেটেছে এবং দুঃসময়ে দলের হাল ধরতে পারবেন—এসব যাচাই-বাছাই করেই মনোনয়ন দেওয়া হবে। এই চারটি মানদণ্ডেই আমি পড়ি। জনপ্রিয়তার দিক থেকেও আমি এগিয়ে—বুকে হাত দিয়ে বলতে পারি ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে পারব।”
জামায়াতের অবস্থান প্রসঙ্গে তিনি অতীতের নির্বাচনের ফলাফলের উদাহরণ দেন। তিনি বলেন,
“১৯৯৬ সালে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী পেয়েছিলেন মাত্র ৩৮ হাজার ভোট, আর ধানের শীষ পেয়েছিল ৬২ হাজার এবং নৌকা ৭৩ হাজার ভোট। এত বড় নেতাও ছোট নেতার চেয়ে কম ভোট পেয়েছিলেন।”
জামায়াত সম্পর্কে কঠোর মন্তব্য করে তিনি বলেন, “জামায়াতে ইসলামীতে কোনো ইসলাম নেই। দুর্গাপূজা আর রোজাকে এক করে ফেলে তারা। হিন্দুদের মনোনয়ন দিয়ে তারা ইসলাম কায়েম করছে—এটা কোন ইসলাম? খুলনায় কৃষ্ণ নন্দীকে দিয়ে তারা কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে? অনেক প্রার্থী আগেও ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। জান্নাতের টিকিট বিক্রি করে কোনো লাভ হবে না এবার। তারা খালেদা জিয়ার হাত শক্তিশালী করার নামে বিএনপিকে ধ্বংস করেছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন—সাবেক সহসভাপতি ফজলুল বারী সান্টু, মশিউর রহমান টিপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।
বিআলো/তুরাগ



