আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস
dailybangla
03rd Oct 2025 5:19 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বজ্রসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে দমকা বা ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী দিনগুলোতে দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিআলো/শিলি