আগামী প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে রুহামা মডেল একাডেমির শুভযাত্রা
নিজস্ব প্রতিবেদক: আগামী প্রজন্মকে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী, নৈতিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার মহৎ স্বপ্ন নিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড়হলদিয়া গ্রামে যাত্রা শুরু করলো “রুহামা মডেল একাডেমি”।
গত ৩ জানুয়ারি রুহামা মডেল একাডেমি চত্বরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ আইডিয়াল সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একই সঙ্গে একাডেমির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার মৃদা সভাপতিত্ব করেন এবং মোঃ সবুজ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রুহামা মডেল একাডেমির পৃষ্ঠপোষক, আমেরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী। তিনি বলেন,
“এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষা প্রদান, যাতে শিক্ষার্থীরা শুধু পাঠ্য জ্ঞানেই নয়, মানবিকতা ও চারিত্রিক গুণাবলীতেও সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ রাসেল, ক্রিয়েটিভ আইডিয়াল সোসাইটির নাজির আহমেদ, ছাত্রনেতা মাহবুব আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী রহমত উল্লাহ পাটোয়ারী, আব্দুল হান্নান, মাওলানা মোঃ আব্দুস বাতেন, শিক্ষক প্রতিনিধি মোঃ মিনহাজ, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, আব্দুল আজিজসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গ্রামীণ এলাকায় এমন একটি আধুনিক ও নৈতিক শিক্ষাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ, যা ভবিষ্যতে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি মাওলানা মোঃ কাসেম। রুহামা মডেল একাডেমির এই শুভযাত্রা স্থানীয় শিক্ষাক্ষেত্রে নতুন আশার আলো জ্বালাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



