আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষায় আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তবে বিএনপি ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করবে।
তিনি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উত্তরা ১৫ নম্বর সেক্টর অফিসার্স ক্লাব সংলগ্ন লেকে আয়োজিত খাল পরিচ্ছন্নতা কর্মসূচি ও বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।
আমিনুল হক দৃঢ় কণ্ঠে বলেন, “ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যা জনগণের কাছে জবাবদিহি করবে।”
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে এবার দেশের মানুষ ভোট দিতে আগ্রহী এবং বিএনপিসহ সাধারণ জনগণ আসন্ন নির্বাচনের ডাককে আন্তরিকভাবে গ্রহণ করেছে।
বিএনপি নেতা বলেন, “আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি, কিন্তু এখনও পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাকি। এই দীর্ঘ সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এই আন্দোলনের ফসলই হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন স্তরের নেতা, সদস্য ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ