• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আজমাইনের শোরুম এখন এলিফ্যান্ট রোডে 

     dailybangla 
    21st Mar 2025 5:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ধর্মপ্রাণ মুসলমানদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর অন্যতম পরিচিত এলাকা এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ‘আজমাইন’ নামে নতুন ফ্যাশন হাউজ শোরুমের যাত্রা শুরু হয়েছে।

    প্রতিষ্ঠানটির যাত্রা শুরু উপলক্ষে ২০ মার্চ বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমাইন ফ্যাশন হাউজের কর্ণধার আইমান এনায়েত, এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রিয় আরজে নিরব, ইউটিউবার রাহি এবং ওয়াসেকসহ বিভিন্ন গণমাধ্যমের গণমান্য ব্যক্তি বর্গ ।

    আজমাইন এর কর্ণধার আইমান এনায়েত বলেন ঈদকে সামনে রেখে ক্রেতাদের চাহিদা পুরণ করতেই আজমাইন নিয়ে এসেছে বিভিন্ন স্টাইলের আকর্ষণীয় সব কালেকশন। সাধারণত ঈদে যে ধরণের পোশাক ক্রেতারা পছন্দ করেন আমাদের নিজস্ব ডিজাইনে তৈরি পন্য হাতের নাগালে মূল্য নির্ধারণ করে আমরা নতুন করে এলিফ্যান্ট রোডে যাত্রা শুরু করলাম।

    ঈদ উপলক্ষে আমাদের নতুন সংযোজন বাচ্চাদের সকল ধরণের পাঞ্জাবি পায়জামা, এছাড়া এখানে পাওয়া যাবে বড়দের সকল ধরণের পোশাক বিশেষ করে শার্ট প্যান্ট, গেন্জি, টিশার্ট, পাঞ্জাবি, কোটি শেরোয়ানিসহ সকল পন্য আমরা সরবরাহ করছি । আমরা আশা করি আমাদের পন্যগুলো ব্যবহারে ক্রেতারা আলাদা স্বাচ্ছ্ন্দ পাবেন, আনন্দ অনূভব করবেন। ক্রেতা সাধারণের সেবাই আমাদের লক্ষ, তাদের পছন্দের দিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের পন্যগুলো সরবরাহ করছি, আমাদের এখানে এলে ক্রেতারা নিরশা হবেন না।

    আজমাইন প্রসঙ্গে আরজে নিরব বলেন, আমরা সেই ধরণে ড্রেস বা কাপড় পরতে স্বাচ্ছন্দবোধ করি যে গুলো পরলে একটু আরাম বোধ করি বা দেখতে ভালো লাগে, সেই দিক বিবেচনা করে এমন পোশাক আমরা সব সময় প্রেফার করি । অনেক সময় দেখতে ভালো ড্রেস পাওয়া যায় কিন্তু পরে আরাম পাওয়া যায় না, আবার আরাম পাওয়া যায় কিন্তু দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে আমি বলবো আজমাইনের ড্রেসগুলোতে যেমন নিজস্বতা আছে তেমনি ব্যবহারে আরামদায়কও বটে। আমি আশা করি আজমাইনের পন্যগুলো ব্যবহারে ক্রেতাদের আলাদা স্বাচ্ছন্দ্য এবং তৃপ্তি দেবে, এই প্রতিষ্ঠানের পন্য ব্যবহার করে কেউ ঠকবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আগাম ঈদ মোবারক।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930