আজিজ ও নিজাম হাজারীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
dailybangla
04th Sep 2024 7:10 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার দুই ভাই হারিস আহমেদ, তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই সঙ্গে সাবেক সাংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য,
সরকারি সম্পত্তি দখল, সরকারি অর্থ আত্মসাৎ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গতকাল বুধবার দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিআলো/শিলি