আজীবন সম্মাননায় বিচারপতি মীর হাসমত আলী, কাজী হায়াত, হাসনাইন সাজ্জাদী ও ওস্তাদ জাহাঙ্গীর আলম
মোকলেছুর রহমান মাহারুক: জমকালো আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই আয়োজনে আইন, চলচ্চিত্র, সাহিত্য ও মার্শাল আর্টে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী, খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াত, বিজ্ঞানকবি ও সাহিত্যিক ব্যক্তিত্ব হাসনাইন সাজ্জাদী এবং মার্শাল আর্টের ফাউন্ডার ও চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম।
আগামী ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় রাজধানীর মালিবাগে স্কাই সিটি ফোর স্টার হোটেলের ব্যাংকোয়েট হলে এই মহতি আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজন করেছে মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া। অর্ধশতাধিক তারকার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ইভেন্ট স্টোরি-প্রেজেন্টস “ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫”, ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত, পরিচালক ছটকু আহমেদ, বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী, কিংবদন্তি মার্শাল আর্ট শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা ওস্তাদ জাহাঙ্গীর আলম, দৈনিক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ, পরিচালক ফজলে রাব্বি, গাজী মাহবুব, জ্যাম্বস কাজল, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ইভেন্ট স্টোরির পরিচালক হাসান একরাম আহমেদ এবং ই-ক্রয়ের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মুশফিকুল আলম।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা, বিশিষ্ট অভিনেত্রী নূতন, অভিনেতা মাসুম পারভেজ রুবেল, প্রবীণ ভয়েস আর্টিস্ট ইসমত তোহা এবং নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। এছাড়া তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন ডিএ তায়েব, দেবাশীষ বিশ্বাস, অনন্ত জলিল, জয় চৌধুরী, বর্ষা, শিমলা, খায়রুল বাশার, দীঘি, জাহের আলভী, কোরিওগ্রাফার গৌতম সাহা, ফারহান আহমেদ জোভান, মন্দিরা চক্রবর্তী, রুকাইয়া জাহান চমক, রুবিনা আকতার নিঝুম, ইফফাত আরা তিথি, জেবা জান্নাত, জান্নাত আকতার, তানহা মৌমাছি, হুমায়রা সুবহা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস.ডি. রুবেল, রকস্টার মিলা ইসলাম, আকিব বিন আকতার, ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, মডেল সৈয়দ রুমা প্রমুখ।
আয়োজনটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক অভয়নগরের যুগ্ম সম্পাদক খন্দকার আছিফুর রহমান। সঞ্চালনা করবেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকারক সবুজ রায় এবং শাহজাহান সাজু।
এবারের আয়োজনে শোবিজ, সাংস্কৃতিক অঙ্গন, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, নারী উদ্যোক্তা এবং মানবিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপনকারী দেশের বরেণ্য ৫০ জন গুণীজনকে “ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫”-এ ভূষিত করা হবে।
আয়োজক খন্দকার আছিফুর রহমান জানিয়েছেন, সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিকতা ও সমাজসেবায় অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার মধ্য দিয়ে তাদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এটি স্টার বাংলাদেশ মিডিয়া পরিবারের জন্য একটি গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।
বিআলো/তুরাগ