• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা 

     dailybangla 
    27th Jul 2025 10:28 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের বাস্তবায়ন নিয়ে জাতিসংঘের আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    রোববার (২৭ জুলাই) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ২৮-২৯ জুলাই এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

    সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব, জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরের প্রস্তাব (A/RES/79/81) অনুসারে। ছয় দিনের এই সফর শেষে উপদেষ্টা হোসেন ১ আগস্ট দেশে ফিরবেন।

    সম্মেলনে উপদেষ্টা তৌহিদ হোসেন গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে একটি টেকসই ও বাস্তবভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরবেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং একটি ন্যায়ভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধানের প্রশ্নে অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হবে।

    বাংলাদেশ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, এবং নিরাপত্তা ও সাধারণ পরিষদের প্রস্তাবের প্রতি নিজেদের অঙ্গীকারও তুলে ধরবে। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি সময়সীমা নির্ধারিত, বিশ্বাসযোগ্য রোডম্যাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করবে।

    এই সম্মেলনকে গাজায় মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিতকরণ, শাসনব্যবস্থা নিয়ে ঐকমত্য গঠন এবং ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি জোরদারে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

    উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পরপরই ১৯৮৮ সালে বাংলাদেশ প্রথমদিকের স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর একটি ছিল। চলতি মাসেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও অংশ নিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031