• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শনিবার জবিতে শুরু ভর্তি পরীক্ষা, প্রথম ধাপে ‘ই’ ইউনিট 

     dailybangla 
    12th Dec 2025 11:07 pm  |  অনলাইন সংস্করণ

    আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। প্রথম ধাপে চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এতে অংশ নেবেন মোট ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থী।

    ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ৭২ নম্বরের হবে। এর মধ্যে ৪৫ নম্বরের ব্যবহারিক এবং ২৭ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা দেড় ঘণ্টা সময় পাবেন।

    চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন জানান, ‘ই’ ইউনিটের পরীক্ষা সম্পূর্ণভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে না।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে এবারের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।”

    এদিকে অন্যান্য ইউনিটের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি একই সময়ে। আর কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

    উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। পাঁচটি ইউনিটে মোট আবেদন জমা পড়ে ২ লাখ ১৪টি। এর মধ্যে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৪৬৩টি, ‘বি’ ইউনিটে ৭৯ হাজার ৭৯৬টি, ‘সি’ ইউনিটে ২০ হাজার ৬৮৪টি, ‘ডি’ ইউনিটে ২৫ হাজার ৮২০টি এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১ হাজার ২৫১টি আবেদন জমা পড়ে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031