আজ শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ১৫৩তম জন্মদিন
বিআলো ডেস্ক: অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও কৃষকদরদী নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের আজ ১৫৩তম জন্মদিন। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের সাতুরিয়ায় জন্ম নেন তিনি।
“শেরে বাংলা” নামে পরিচিত এ. কে. ফজলুল হক কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। তাঁর উদ্যোগে প্রণীত হয় ঋণ সালিশি আইনসহ কৃষকের স্বার্থরক্ষার নানা আইন। তিনি প্রতিষ্ঠা করেন দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট, বর্তমান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পরবর্তীতে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৫৮ সালে পান ‘হিলাল-ই-পাকিস্তান’ খেতাব।
১৯৬২ সালের ২৭ এপ্রিল প্রয়াত এই মহান নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চিরনিদ্রায় শায়িত আছেন, ঐতিহাসিক তিন নেতার মাজারে।
বিআলো/শিলি







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
