আজ সন্ধ্যায় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা
বিআলো প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন। ভোট ৮ বা ১২ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন সিইসি নাসির উদ্দিন। আগেই বিটিভি ও বেতার তার ভাষণ রেকর্ড করেছে। নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইসি সচিব জানান, ৩০০ আসনের তফসিল আজ প্রকাশ করা হবে। ভোটের সম্ভাব্য দিন ৮ বা ১২ ফেব্রুয়ারি। সব প্রস্তুতিই শেষ করেছে নির্বাচন কমিশন।
তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও অন্য কমিশনাররা। ভোটার তালিকা, দল নিবন্ধন, ব্যালট পেপারের রং-নকশা, ভোটের সময়সীমা ও গণনার পদ্ধতি, এসব বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। তিনি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাগেরহাটে আসন কমিয়ে তিনটি করার গেজেট আপিল বিভাগ অবৈধ বললেও ইসি মনে করছে, এতে তফসিলে বড় প্রভাব পড়বে না। প্রয়োজন হলে নিয়মমাফিক সংশোধন করা যেতে পারে।
এবার ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যা অপরিবর্তিত থাকছে, তবে প্রতিটি কক্ষে দুটি করে গোপন কক্ষ স্থাপন করা হবে। এতে বাজেট কিছুটা বাড়তে পারে।
সারা দেশে চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন; এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ, নারী ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
বিআলো/শিলি



