• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আজ সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল 

     dailybangla 
    07th Jul 2025 10:50 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সিলেট সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সফরে তার সঙ্গী হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, নিপুন রায়, খাইরুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

    রোববার (৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও চেয়াপারসনের উপদেষ্টা এম এ মালিক।

    তিনি জানান, সোমবার (৭ জুলাই) দলের চেয়ারপারস ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সিলেটে দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরপর জেলা ও মহানগর বিএনপির জনসভায় বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা।

    সকালে নেতারা সিলেটে নেতারা হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। এরপর দোয়া মাহফিল ও জনসভায় অংশ নেবেন তারা। সন্ধ্যায় তারা জুলাই যোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দিবেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও এম এ মালিক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসতিয়াক চৌধু, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হেসেন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031