আটলান্টিক সিটি কাউন্সিলে বাংলাদেশি সোহেল আহমদের ঐতিহাসিক জয়
বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট-লার্জ পদে বিজয় অর্জন করেছেন বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতি সন্তান সোহেল আহমদ।
তিনি ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে “টিম স্মল” প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম বাংলাদেশি–আমেরিকান হিসেবে এই পদে জয়লাভ করেন, যা এক ঐতিহাসিক নজির স্থাপন করেছে।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সোহেল আহমদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অভিবাসী সম্প্রদায়ের গৌরবকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।
সোহেল আহমদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কমিউনিটি উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নিষ্ঠা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।
এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু এক অভিনন্দন বার্তায় বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করার মতো এই অর্জন শুধু মৌলভীবাজার নয়, পুরো জাতির জন্যই এক অনন্য গৌরব। সোহেল আহমদ প্রমাণ করেছেন—পরিশ্রম, সততা ও জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়েই বিশ্ব পরিসরে নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর এই বিজয় আমাদের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, সোহেল আহমদ ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাবেন এবং বাংলাদেশকে বিশ্বদরবারে আরও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন।
বিআলো/এফএইচএস



