আতলেতিকোকে মাদ্রিদকে উড়িয়ে সেটপিসে ঝলক আর্সেনালের
dailybangla
22nd Oct 2025 5:02 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: ‘হারামবল ডার্বি’ নামে পরিচিত এই ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। প্রথমার্ধে রক্ষণাত্মক ফুটবলে আটকে থাকা ম্যাচে ৫৭ মিনিটে ডেক্লান রাইসের ফ্রি-কিক থেকে গ্যাব্রিয়েল মাগালায়েসের গোলেই জয়ের দরজা খুলে যায়।
এরপর লুইস-স্কেলির দৌড়ে তৈরি সুযোগ কাজে লাগিয়ে মার্টিনেলি করেন দ্বিতীয় গোল, আর সুইডিশ ফরোয়ার্ড ইয়োকেরেশ দুটি গোল করে নিশ্চিত করেন আর্সেনালের বড় জয়।
বিশ্লেষকদের মতে, সেটপিসে এখন ইউরোপের অন্যতম সেরা দল আর্সেনাল। রাইসের ডেড-বল দক্ষতা প্রতিপক্ষদের ভীত করছে, যা আর্তেতার দলের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। মৌসুমে সেটপিস থেকে তাদের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লিগের সেরাদের মধ্যে অন্যতম।
বিআলো/শিলি



