আত্রাইয়ের বান্দাইখাড়া বধ্যভূমির সামনে ‘মৃত্যুর মোড়’
রিমা খাতুন, আত্রাই (নওগাঁ): ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নির্মম ইতিহাস বহনকারী নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহাসিক বান্দাইখাড়া বধ্যভূমি আজ নতুন এক হুমকির মুখে। যেখানকার মাটিতে ঘুমিয়ে আছেন ৪০ থেকে ৪৫ জন শহিদ, সেই স্মৃতিধন্য স্থানের সামনে তৈরি হয়েছে ভয়াবহ ত্রিমুখী মোড়- যা স্থানীয়দের কাছে এখন “মৃত্যুর ফাঁদ” নামে পরিচিত।
বধ্যভূমির দক্ষিণ-পূর্ব পাশে শহিদ মিনার ও স্মৃতিফলক প্রতিষ্ঠার পর এর পরিবেশ সম্মানজনক হওয়ার প্রত্যাশা থাকলেও, উল্টো ঘটছে। আত্রাই নদীর সেতু, স্থানীয় বাজার ও পশ্চিম দিকের সড়ক- তিনটি রাস্তা এসে মিলেছে বধ্যভূমির মূল ফটকের সামনে। এই জটিল ত্রিমুখী মোড়েই প্রতিদিন দেখা দিচ্ছে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।
ব্রিজের ওপর থেকে ঢালু রাস্তা দিয়ে দ্রুতগতির যানবাহন নামা, বাজারের দিক থেকে হঠাৎ গাড়ি বের হওয়া এবং পশ্চিম দিকের রাস্তা থেকে অবাধে প্রবেশ- সব মিলিয়ে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় প্রায়ই। মোড়ের পাশে অবস্থিত ইটের ঘর এবং রাস্তার সংকীর্ণতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। ফলে শ্রদ্ধার স্থান এখন আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিশেষ করে ব্রিজের দিকের রাস্তার অতিরিক্ত ঢাল এবং ভারী যানবাহনের দ্রুত গতির কারণে ব্রেক ফেল ও নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটছে নিয়মিত। এতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার ভয় নিয়ে পথচারী ও যানবাহন চালকদের চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, শহিদদের আত্মত্যাগের প্রতীক এই স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। তারা দ্রুত মোড়টির সংস্কার, সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা, এবং সড়কের পাশে সিএনজি ও অটো-রিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে- যাতে এই ঐতিহাসিক স্থানের মর্যাদা অক্ষুণ্ণ রেখে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হয় এবং বান্দাইখাড়া বধ্যভূমি আবারও হয় শ্রদ্ধা ও গৌরবের প্রতীক।
বিআলো/শিলি



