আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা জোরদারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ইউএনও শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে বলেন, মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধিগুলো আমাদের উন্নয়নের পথে প্রধান বাধা। এগুলো রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই দিকে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি থাকবে।
আমরা চাই আত্রাইয়ের প্রতিটি মানুষ যেন নির্ভয়ে ও শান্তিতে বসবাস করতে পারে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন, সম্রাট হোসেন, আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, জামায়াত নেতা শাহিন আহমেদ, আ. রশিদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং কমিটির সদস্য প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিআলো/আমিনা



