আত্রাইয়ে হাতপাখা প্রার্থীর গণসংযোগ
dailybangla
29th Jan 2026 10:04 pm | অনলাইন সংস্করণ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করেন।
ইসলামী আন্দোলন জোট থেকে বের হওয়ার পর এই এলাকায় হাতপাখা প্রার্থীর প্রচারণা তুঙ্গে উঠেছে। প্রতিদিন নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ও জনপদ চষে বেড়াচ্ছেন প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম। এদিন উপজেলার আহসানগঞ্জ হাটসহ ওই ইউনিয়নের ঘোষপাড়া, শিং সাড়া, দমদমা, দীঘা, শুকটিগাছাসহ বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ করেন।
এ সময় তার সাথে ছিলেন আত্রাই উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহ-সভাপতি মাওলানা ঈমান আলী, সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
বিআলো/আমিনা



