আদমজীতে সংঘর্ষ: ১০ মাস পর অস্ত্রধারী সোহাগ মাদকসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রকাশ্য গুলিবর্ষণের সেই দৃশ্যের নায়ক সোহাগ (৩৪), প্রায় ১০ মাস আত্মগোপনের পর অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। অস্ত্র হাতে ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িত এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা আশা করছেন, এ ঘটনার পর আদমজী ইপিজেডে শান্তি ফিরে আসবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সোহাগকে তার দুই সহযোগী আব্দুল জলিল (৩২) ও মো. পারভেজ (২৫) সহ আটক করা হয়। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ১২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ১২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, “অভিযানের সময় কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। তবে সোহাগের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে। তার সহযোগী জলিল ও পারভেজের বিরুদ্ধেও মাদকসহ বিভিন্ন অপরাধে মামলা বিচারাধীন রয়েছে।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৬ মার্চ আদমজী ইপিজেডের ‘ইউনিভার্সাল’ নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় এবং তিনটি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, সোহাগকে প্রকাশ্যে পিস্তল হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়।
বিআলো/তুরাগ



