আদর্শিক ভিত্তিতে জোট হতে পারে: নাহিদ ইসলাম
dailybangla
05th Nov 2025 7:44 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জোট বা সমঝোতা রাজনৈতিক ও আদর্শিক কারণে হতে পারে। তবে বর্তমান পর্যন্ত তাদের দল এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৫ তারিখের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
তিনি এও বলেন, “সব আসনে শাপলা কলির প্রার্থী দেবো, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের সম্মানের জন্য প্রার্থী দেবো না।”
নাহিদ নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানান, নির্বাচনের প্রকৃত সংস্কৃতি গড়ে তুলতে সাধারণ মানুষকে বেশি সুযোগ দেওয়া হোক।
বিআলো/শিলি



