আদালতের আদেশ অমান্য করে ইউপি চেয়ারম্যানের হুকুমে বিধবা হাছিনা বাড়ি ছাড়া
নিজস্ব প্রতিবেদক: আদালতের আদেশ অমান্য করে ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল রানার হুকুমে স্থানীয় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় অসহায় বিধবা হাছিনা তার নিজ বাড়িতে ঘুমোতে পারছে না। ঘটনাটি ঘটেছে গত ১৯ শে নভেম্বর পাবনা জেলার ফরিদপুর থানাধীন ডেমরা ইউনিয়নের কালিয়ানী গ্রামে। খোঁজ নিয়ে জানা যায়, কালিয়ানী গ্রামের সাবেক গ্রাম্য চৌকিদার মৃত: বাহাদুর মোল্লার স্ত্রী হাছিনা খাতুন কালিয়ানী গ্রামের পাশ দিয়ে বয়ে চলা রুকনাই নদীর তীরে দুই শতাংশ জায়গার উপর একটি আধাভাঙ্গা ঝুপড়ি ঘরে চার ছেলে-মেয়ে নিয়ে বসবাস করতেন। পরবর্তীতে ঝুপড়ি ঘরটি রুকনাই নদীতে ভেঙ্গে গেলে ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাবে তা ভেবেই দিশাহারা হয়ে পড়ে হাছিনা।
পরবর্তীতে বিধবা হাছিনা তার বাড়ির সামনে তার স্বামীর পূর্বপুরুষের সম্পত্তি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে (ক) গেজেটভুক্ত হলে সেই সম্পত্তি গত ১৪৩০-৩১ সনের ফরিদপুর সহকারী কমিশনার (ভূমি) সেরেস্তায় খাজনা পরিশোধ করে চেকের মাধ্যমে লীজ নিয়ে নতুন বাড়ি করে বসবাস করতে থাকে। কিন্তু, নিয়তির নির্মম পরিহাস, সংশ্লিষ্ট গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও ভাড়াটিয়া মাস্তান আবু শামা প্রামাণিক ও তার ছেলেরা সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে বিধবা হাছিনার উপর অতর্কিত হামলা করে বাড়ি-ঘর ভাঙচুর করে লুটপাট করে। হামলাকারীরা এতেই ক্ষান্ত না হয়ে ডেমরা ইউনিয়নের ব্যবসায়ী জুয়েল রানা চেয়ারম্যানের সহযোগিতায় বিধবা হাছিনার প্রতিপক্ষ সরোয়ার ওরফে ছোট গ্যাদার নিকট হইতে চেয়ারম্যান জুয়েল রানা মোটা অঙ্কের টাকা ঘুস নিয়ে বিধবা হাছিনার বাড়ি ভেঙে দিয়ে প্রতিপক্ষ সরোয়ার ওরফে ছোট গ্যাদাকে জবর দখল করার হুকুম দেন।
বিধবা হাছিনা খাতুনের বাড়ি ভেঙে প্রতিপক্ষকে জবর দখলের হুকুমের বিষয়টি জুয়েল রানা চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি হাছিনার প্রতিপক্ষ সরোয়ার ওরফে ছোট গ্যাদাকে হাছিনার বাড়ি ভেঙে ছয় শতাংশ বাড়ি বেদখল করার হুকুম দেওয়ার কথা স্বীকার করেন। উল্লেখ্য যে, নালিশী সম্পত্তি নিয়ে হাছিনার খাতুন মামলা করলে পাবনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী-১ নং আদালত বিধবা হাছিনার পক্ষে আদেশ দেন। বিধবা হাছিনার প্রতিপক্ষ সরোয়ার ওরফে ছোট গ্যাদার কোন বৈধ কাগজাদি আছে কি না বিষয়টি জুয়েল রানা চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ছোট গ্যাদার কোন কাগজাদি না থাকলেও হাছিনার বাড়ি সে জবর দখল করে খাবে তাতে কারো কিছু করার নাই। বিরোধীয় বাড়ি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক ফৌজদারি মামলা চলমান এবং আদালতের আদেশ বিধবা হাছিনার পক্ষে থাকলেও চেয়ারম্যান জুয়েল রানার আদালতের আদেশ সম্পূর্ণ অমান্য করে বিধবা হাছিনার বাড়ি ভাঙ্গার হুকুম দেওয়ায় সংশ্লিষ্ট এলাকার মধ্যে চাঞ্চল বিরাজ করছে।
বিআলো/ইমরান



