আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতাদের ওপর ডিম
নিজস্ব প্রতিবেদক: জামিন নিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ আদালতে এসে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীনকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছে।
বুধবার দুপুরে ২০১৫ সালের আসাদুল্লাহ তুহিন হত্যা মামলার জামিন আবেদন করতে আসা ওই দুই নেতার ওপর এ ঘটনা ঘটে। মামলার শুনানি আগামী ২৮ জুলাইয়ের জন্য নির্ধারিত রয়েছে।
জামিন আবেদনকারী দুই নেতার আগমনের খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দেন। আদালত থেকে বের হওয়ার সময় তারা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন।
পুলিশ তাদের দুজনকে দ্রুত আটক করে নিরাপত্তার স্বার্থে অন্যত্র নিয়ে যায়। চাপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, পরিস্থিতি শান্ত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখনও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে র্যাব সদস্যরা চোখ বেঁধে তুলে নিয়ে যান। র্যাব দাবি করে পরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। প্রায় নয় বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর হত্যাকাণ্ডের মামলা দায়ের করেন নিহতের মামা মো. কবিরুল ইসলাম। মামলার ২ ও ৩ নম্বর আসামি হিসেবে রয়েছে গোলাম রাব্বানী ও রুহুল আমীন।
বিআলো/এফএইচএস