• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আনন্দঘন পরিবেশে রাজশাহী প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

     dailybangla 
    24th Jun 2025 5:38 pm  |  অনলাইন সংস্করণ

    স্পেশাল করসপন্ডেন্ট: আনন্দঘন পরিবেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) রাতে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়েতনে এ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় অংশ নেন অতিথি ও সাংবাদিকরা।

    এতে সভাপতিতত্ব করেন ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু। অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজির হোসেন, নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহমুদ হাসান শিশির প্রমুখ।

    এ সময় সাংবাদিক নেতারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, পরিচ্ছন্ন নেতৃত্ব চলছে রাজশাহী প্রেসক্লাবে। বাংলাদেশের কোথাও নেই এরকম। পেশার জায়গা থেকে শিক্ষিতরা একজোট হয়েছে। ঢাকায় ঐক্যবদ্ধভাবে টিকেছিলেন সাংবাদিকরা। জাতীয় প্রেসক্লাব জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীরা লিড করছে। রাজশাহী প্রেসক্লাবেও এবার তাই হয়েছে। আসলে জাতির জন্য প্রেসক্লাব আইকনিক প্লেস। ভেদাভেদ দূর করে সবাইকে একছাতার নিচে আনতে আমরাও চাইব।

    চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও রাজশাহী প্রেসক্লাবের সহ সভাপতি আবু সালে মোহাম্মদ ফাত্তা বলেন, সামনে ইলেকশনসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমাদের সেতুবন্ধন হওয়া দরকার। আমরা পুনর্গঠিত হয়েছি। সামনে এগিয়ে যেতে চাই।

    দৈনিক নতুন প্রভাত সম্পাদক ও নির্বাহী সদস্য সোহেল মাহবুব বলেন, হাসিনাকে ফ্যাসিস্ট হতে ৫০% সহায়তা করেছে মিডিয়া। রাজশাহীতেও তাই হয়েছে। এতদিন যাদের দ্বারা আমরা নিষ্পেষিত হয়েছি, এখনো সেই অবস্থায় আছি। কোনো পরিবর্তন হয়নি। হয়ত আমাদের দুর্ভাগ্য, তারা এখনো বীরদর্পে টিকে আছে, বুক ফুলিয়ে ঘুরছে। বিষয়গুলো সরকারের দেখভাল করা উচিত। তিনি বলেন, বিগত ১৭ বছর হুমকি ধামকি চাপ সহ্য করে টিকে আছি। সত্য ন্যায়ের পক্ষে থাকার জন্য টিকে থাকতে পেরেছি। ফ্যাসিস্টের দোসর পত্রিকার মালিকরা এখন ভোল পাল্টেছে।

    রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন বলেন, পেশাগত দায়িত্ব পালনে রাজশাহী প্রেসক্লাব সাংবাদিকদের সহযোগিতা করবে। সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনা দরকার। আমরা ইতিবাচক কাজে জোর দিতে চাই।

    এ সময় অনুষ্ঠানের অতিথি মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন, ৫ আগস্ট আল্লাহর রহমত ছিল, তিনি জগদ্দল পাথর বুকের ওপর থেকে সরিয়েছেন। আমরা রাজশাহী প্রেসক্লাবের বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি, শিক্ষিত সাংবাদিকরা নেতৃত্বে এসেছেন। সাংবাদিকরা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আমরা আশাবাদী।

    মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেন, মিথ্যা কখনো টিকেনি, টিকবেও না। সত্যের জয় হবেই। জামায়াতের পক্ষ থেকে আমরা রাজশাহী প্রেসক্লাবের সাথে থাকবো।

    মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র-চক্রান্ত এখনো চলছে। সাংবাদিকদের প্রকৃত বিষয় তুলে ধরতে হবে। ভারত আধিপত্য প্রতিষ্ঠার জন্য বিএনপি জামায়াতকে ডিভাইড করতে চাচ্ছে। একসময় ৪ দলীয় ঐক্যজোটে ফাটল ধরানোর চেষ্টা করছে। ফাটল ধরলে তারা সফল হবে। ভারতের অপচেষ্টা যাতে সফল না হয়, যারা কাজ করছে আপনারা সব প্রকাশ করেন। আমরা আপনাদের পাশে আছি। সত্য প্রতিষ্ঠিত হবে।

    এসময় মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, সাংবাদিকদের প্রতি আমাদের ভালবাসা আজীবন থাকবে। আমাদের প্রতিপক্ষ খুবই শক্ত। তাদের পেছনের শক্তিও মজবুত। পরাজিতদের পেছনে শক্তিগুলো তাদের মোবিলাইজ করছে। তাদের বড় সংখ্যা বাংলাদেশে রয়েছে, বিভিন্ন সেক্টরে রয়েছে। কোনোভাবেই তাদের মুক্ত করা হয়নি।

    তিনি বলেন, বিভিন্ন সংস্থা তাদের পেট্রোনাইজ করছে, কাউকে কিনে নিচ্ছে, ডেকে নিয়ে বুস্ট আপ করা হচ্ছে। নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তাছাড়া ১৭ বছর যে বিপদ ছিল, তার চেয়েও বড় বিপদ আসতে পারে। ষড়যন্ত্র চলমান এবং তা শক্তিশালী। আমাদের ভেতর ফাটল বা বিভেদের কোনো সুযোগ নাই, সবাইকে এক থাকতে হবে। ব্যক্তিগত চিন্তা সবার নাও মিলতে পারে, তবে জাতীয় স্বার্থে এক থাকতে হবে। তবেই দেশকে গণতান্ত্রিক ধারায় নিতে যেতে পারব।

    ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, রাজশাহী প্রেসক্লাবকে যারা ফ্যাসিস্টমুক্ত করতে ছায়া হয়ে সহযোগিতা করেছে, পেছনে পাশে ছিল, তারা এখনো সাথে আছে, দেয়াল হয়ে নিরাপত্তা দেব ইনশাআল্লাহ।

    অনুষ্ঠানে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু। তিনি বলেন, বিগত ১৭ বছর অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অনেক জুলুম, মামলা, কারাবরণ সব সহ্য করেছি। সামনে সাংবাদিকদের নিয়ে কাজ করে যেতে চাই। সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

    এদিনের অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ডালিম হোসেন শান্ত, কোষাধ্যক্ষ ওমর ফারুক, দফতর সম্পাদক আমানুল্লাহ আমান, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য জাহিদ হাসান, মো. জিম, ফারুক আহমেদ, বুলবুল আহমেদ, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, এনটিভি অনলাইনের রাজশাহী (সদর) প্রতিনিধি আবু সাইদ রনি, মাছরাঙা টিভির ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেল, মো. রাজিবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930