আনসার বাহিনীকে আধুনিক দক্ষ করে গড়ে তুলছে সরকার : জেলা প্রশাসক মনিরা হক
আবুল হাসনাত তুহিন, ফেনী: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আগের চেয়ে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তুলছে সরকার বলে মন্তব্য করেছেন ফেনীর নবাগত জেলা প্রশাসক মনিরা হক। তিনি বলেন, দেশের প্রতিটি জাতীয় দুর্যোগে আনসার বাহিনীর অবদান প্রশংসনীয়। এই সুনাম ধরে রেখে সবাইকে আরও দায়িত্বশীলভাবে এগিয়ে যেতে হবে।
সোমবার সকালে ফেনী জেলা আনসার ও ভিডিপি সদস্যদের ১৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন। মনিরা হক আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর সদস্যরা অংশ নিয়ে অনেকেই প্রাণ দিয়েছেন। এখনো তারা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করছেন। আগামী দিনে দেশের প্রয়োজনে নিজেদের আরও দক্ষ ও প্রস্তুত করে তুলতে হবে।
তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন, তথ্য আদান-প্রদান ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে কাজ করলে বাহিনীর সুনাম আরও বৃদ্ধি পাবে। আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ প্রতিপাদ্যে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দীন এবং সঞ্চালনা করেন এক্স-অ্যাজুট্যান্ট বিবি কুলসুম। প্রশিক্ষণে অংশ নেন ১২০ জন সদস্য, এর মধ্যে ১০৭ জন প্রশিক্ষণার্থী সফলভাবে উত্তীর্ণ হন। অনুষ্ঠানে উত্তীর্ণদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
বিআলো/ইমরান



