আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ২১ দাবি: সর্বনিম্ন বেতন ৩৫ হাজার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকার দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২টি করা ও ১:৪ অনুপাতে বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া লিখিত বক্তব্যে এসব প্রস্তাব উপস্থাপন করেন। সংগঠনটি পে কমিশনের কাছে মোট ২১টি দাবি দিয়েছে।
তিনি বলেন, “দেশের বাজারব্যবস্থা, ছয় সদস্য পরিবারের জীবনযাপনের ব্যয় ও বেতন বৈষম্যের বিষয় বিবেচনায় নিয়ে নবম পে স্কেল নির্ধারণ করা উচিত।”
দাবির মধ্যে রয়েছে- বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, রেশন পদ্ধতি চালু এবং চাকরির নিশ্চয়তা জোরদার করা।
ফেডারেশনের নেতারা বলেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে বর্তমান বেতন কাঠামো সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য অপ্রতুল হয়ে পড়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন পে কমিশন বাস্তবতার ভিত্তিতে ন্যায্য কাঠামো প্রণয়ন করবে।
বিআলো/শিলি



