আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামিন আবেদন খারিজ করল সাবেক প্রতিমন্ত্রীর
dailybangla
22nd Sep 2025 2:32 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
চব্বিশের জুলাই–আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ খারিজ করেছে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ (২২ সেপ্টেম্বর) জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। তবে বার্ধক্য ও অসুস্থতা বিবেচনায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে কি না, তা নিয়ে আগামীকাল ট্রাইব্যুনালের আদেশ আসবে।
ট্র্যাইব্যুনালে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান, আর প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
বিআলো/এফএইচএস