আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন
তাহমিনা সুলতানা: আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে আজ ১০ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “মানবাধিকার সংরক্ষণ বজায় রাখতে আমরা অধিকারবন্ধ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে গুম, হত্যা, ধর্ষণ, নারীনির্যাতন এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক সামাজিক মানবাধিকার তদবির সংস্থা। ব্যানারে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরে তা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে নাগরিক সমাজ ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা জরুরি। তারা অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় বিচারহীনতা ও সহিংসতার ঘটনা বাড়ছে, যা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
বিআলো/ইমারন



