আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় খালেদা জিয়ার অসুস্থতা
dailybangla
30th Nov 2025 1:36 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থার খবর বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে।
আল জাজিরা, গালফ নিউজ, ডন, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসসহ বহু সংবাদমাধ্যম জানিয়েছে- খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, গত তিন দিন ধরে তার শারীরিক অবস্থা একই পর্যায়ে রয়েছে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।
পরিবার ও রাজনৈতিক মহল তার দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানাচ্ছে।
বিআলো/শিলি



