আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারতে বাংলাদেশি সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে ভারতের বিহার রাজ্যের পাটনার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। নালান্দা ওপেন ইউনিভার্সিটি ও সার্ক জার্নালিস্ট ফোরামের যৌথ আমন্ত্রণে তারা এই সফরে অংশ নিচ্ছেন।
আগামী ৬ ও ৭ জানুয়ারি বিহারের ঐতিহ্যবাহী পর্যটন এলাকা রাজগীরে অবস্থিত নালান্দা ওপেন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘International Conference on International Mother Language & International Award-2026’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের খ্যাতনামা সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। আলোচনার মূল বিষয় হিসেবে থাকবে মাতৃভাষার গুরুত্ব, মানবাধিকার সুরক্ষা, গণতন্ত্রের চর্চা, সংবাদপত্রের স্বাধীনতা এবং দক্ষিণ এশিয়ায় শান্তি রক্ষায় সার্ক জোটের ভূমিকা।
বাংলাদেশ থেকে সম্মেলনে অংশ নিচ্ছেন চারজন জ্যেষ্ঠ সাংবাদিক। তারা হলেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবদুর রহমান, দৈনিক বঙ্গবাণীর সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক পরিচালক মুস্তাক আহমেদ মোবারকী, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এবং দ্য মর্নিং নিউজের চিফ রিপোর্টার কাজী হাবিব উল্লাহ।
এই আন্তর্জাতিক সম্মেলনের বিশেষ সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম বিহার চ্যাপ্টারের সভাপতি শশীভূষণ কুমারের নেতৃত্বাধীন নিউজ মানবাধিকার মিডিয়া হাউজ।
আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় হবে এবং সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর নতুন দিকনির্দেশনা উঠে আসবে।
বিআলো/শিলি



