আন্দুলবাড়িয়ায় দুই বেকারিকে জরিমানা, মোট আদায় ৫০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানে দুই বেকারিকে জরিমানা করা হয়েছে। পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তথ্য না থাকার কারণে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানটি নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে আন্দুলবাড়িয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারি খাদ্য সামগ্রী পরীক্ষা করা হয়। এ সময় রফিকুর রহমানের বেকারি মেসার্স এস এ ফুড প্রোডাক্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়, কারণ পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি।
আর মো. ছরোয়ারের বেকারি মেসার্স নুর নাহারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়, কারণ এখানে মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা ছাড়াও লাইসেন্স নবায়ন হয়নি। দুই বেকারি থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস