আপন এলিট হোমস লিঃ শেয়ারহোল্ডারদের মিলনমেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আপন এলিট হোমস লিমিটেডের শেয়ারহোল্ডারদের মিলনমেলা। প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেয়ারহোল্ডারদের আস্থা সবচেয়ে বড় শক্তি
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হাফিজ। তিনি বলেন, “শেয়ারহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা ও আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন এবং জমির শেয়ারভিত্তিক ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে আমরা দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে থাকতে চাই।”
আধুনিক আবাসন প্রকল্প হাতে নিচ্ছে প্রতিষ্ঠান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজুর রহমান খান রিপন, ব্যবস্থাপনা পরিচালক, এবং জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান। তাঁরা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পে নিরাপদ, আরামদায়ক এবং টেকসই ফ্ল্যাট নির্মাণই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
ভবিষ্যৎ পরিকল্পনায় শেয়ারহোল্ডারদের মতামত
বক্তারা জানান, আবাসন খাতে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক নকশা ও পরিবেশসম্মত অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, শেয়ারহোল্ডারদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতেই ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
আস্থার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা
মিলনমেলায় উপস্থিত শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তাঁদের আশা, আপন এলিট হোমস লিঃ দেশের আবাসন খাতে স্বচ্ছতা, মানসম্মত নির্মাণকাজ এবং গ্রাহক সন্তুষ্টির ধারাবাহিকতা বজায় রাখবে।
বিআলো/তুরাগ