‘আপোষহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. কামরুল ইসলাম, শিবচর: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শিবচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের মোল্লা বাড়ি প্রাঙ্গণে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন শাহজাহান মোল্লা সাজু।
দোয়া মাহফিলে বক্তব্য দেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা। তিনি বলেন,
“আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করবেন। আপনাদের প্রার্থনায় গণতন্ত্রের মাকে সবসময় রাখবেন। আমি সতেরো বছর মিথ্যা মামলার শিকার হয়ে জেল খেটেছি, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাকে শিবচরে আসতে দেওয়া হয়নি। দিনের পর দিন শিবচর থেকে দূরে থাকতে হয়েছে, কিন্তু মনেপ্রাণে আমি শিবচরবাসীর সঙ্গেই ছিলাম।”
তিনি আরও বলেন,
“আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আপনাদের উপস্থিতি আমাকে কাজ করার অনুপ্রেরণা ও শক্তি দেয়। আর আপনারাই আমার নমিনেশন।”
কামাল জামান নুরুদ্দিন মোল্লার বক্তব্যে সরকারবিরোধী সমালোচনাও উঠে আসে। তিনি বলেন,
“আপনারা জানেন—একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে দেশের পরিস্থিতি ভয়াবহ হয়েছে। আল্লাহর ইচ্ছায় সবকিছুই সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজিবুর রহমান শিশু সরদার, কাজী খোকন, ব্যবসায়ী তাজউদ্দিন মোল্লা, বাদশা বেপারী, জুলহাস বেপারী, মোতাহার হোসেন বেপারী, পারভেজ মোল্লা, ফারুক হাওলাদার, স্পেন যুবদল নেতা ফয়সাল মোল্লা, বাচ্চু খান, অনিক শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।



