আফগানদের ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করল যুক্তরাষ্ট্র
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসকে জরুরি নির্দেশনা পাঠিয়ে আফগান নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তানের পাসপোর্টধারীদের আর কোনো ভিসা না দেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সব মার্কিন মিশনে পাঠানো একটি বার্তায় জানায়, কোনো আফগান নাগরিকের ভিসা আবেদন প্রক্রিয়া নতুন করে গ্রহণ করা হবে না এবং যেগুলো বর্তমানে বিবেচনায় রয়েছে- সেগুলোর কাজও অবিলম্বে স্থগিত রাখতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও এর নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না।
গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালান আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। হামলায় গুরুতর আহত দুই সদস্যের একজন পরে হাসপাতালে মারা যান। তদন্তে জানা যায়, লাকনওয়াল অতীতে সিআইএ-এর সহযোগী হিসেবে কাজ করতেন এবং ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর বাইডেন প্রশাসনের অনুমতিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
হামলার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) ঘোষণা করে, স্থায়ী বসবাস ও নাগরিকত্বের জন্য আবেদন করা সব আফগান নাগরিকের আবেদন বাতিল করা হয়েছে। শনিবার নতুন কূটনৈতিক নির্দেশনা জারি করে ট্রাম্প প্রশাসন সেই কঠোর অবস্থানকেই আরও জোরালো করল।
বিআলো/শিলি



