আফগানিস্তানের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছেন ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচে দেখা যাবে দেশের ফুটবলের নতুন তারকাকে।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে থাকছেন লেস্টার সিটি মিডফিল্ডার ও বাংলাদেশের ‘পোস্টারবয়’ হামজা চৌধুরী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন জানিয়েছেন, হামজার অংশগ্রহণ নিশ্চিত। তিনি বলেন, “১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে।”
প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে হামজার ঢাকায় আসার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তা ইকবাল হোসেন।
হামজা চৌধুরীর এই ম্যাচে অংশগ্রহণ বাংলাদেশ দলের জন্য যেমন মনোবল বাড়াবে, তেমনি সমর্থকদের মাঝেও তৈরি করেছে নতুন এক উত্তেজনা।
বিআলো/শিলি



