আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট
dailybangla
30th Sep 2025 5:51 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সারাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।
ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, দেশটি বর্তমানে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে রয়েছে।
কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
কাবুলে বিবিসির অফিসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তালেবান এখনো কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।
স্থানীয় সূত্র বলছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ টেলিযোগাযোগ সেবা চালু হবে না।
এ পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরের আটটি ফ্লাইট বাতিল হয়েছে। ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রমও স্থবির হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিআলো/শিলি