আফগানিস্তানে এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান কর্তৃপক্ষ। এটি তালেবানদের ফের ক্ষমতায় ফেরার পর ষষ্ঠ প্রকাশ্য মৃত্যুদণ্ড।
১৩ নভেম্বর, বুধবার দেশটির পূর্বাঞ্চলে গারদেশ শহরের একটি স্টেডিয়ামে গুলি করে মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এএফপির এক সাংবাদিক জানান, পাক্তিয়া প্রদেশের রাজধানী গারদেশে হাজারো দর্শকের সামনে ভুক্তভোগী পরিবারের একজন সদস্য সাজাপ্রাপ্ত ব্যক্তির বুকে তিনটি গুলি করেন। মৃত্যুদণ্ডের আগের সন্ধ্যায় গভর্নরের অফিস সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এই ঘটনায় উপস্থিত থাকতে’ কর্মকর্তাদের ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানায়।
মৃত্যুদণ্ড কার্যকরের পর আফগানিস্তানের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছেন, ‘এক খুনিকে প্রতিশোধমূলক শাস্তি প্রদান করা হয়েছে।’ বিবৃতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ আয়াজ আসাদ উল্লেখ করা হয়েছে।
আদালত জানিয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনে এ মৃত্যুদণ্ডের আদেশ জারি করা হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, তালেবান ক্ষমতায় আসার আগে থেকেই দণ্ডিত ব্যক্তি আটক ছিলেন। তিনি হাবিবুল্লাহ সাইফ-উল-কাতাল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন। মামলাটি তিনটি সামরিক আদালতে অত্যন্ত সঠিকভাবে ও একাধিকবার পর্যালোচনা করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারকে মৃত্যুদণ্ড স্থগিত করার সুযোগ দেওয়া হয়েছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করে। মৃত্যুদণ্ড কার্যকরের সময় দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি উপস্থিত ছিলেন। সূত্র: এএফপি
বিআলো/শিলি