আফগানিস্তানে সাধারণভাবে হাঁটাও ঝুঁকিপূর্ণ: রশিদ খান
dailybangla
25th Dec 2025 10:49 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের দৃষ্টান্ত গড়া আফগানিস্তান এখনো নিজ মাটিতে ম্যাচ আয়োজন করতে পারেনি।
দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে তিনি আফগানিস্তানে বুলেটপ্রুফ গাড়ি ছাড়া চলতে পারেন না।
সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের এক পডকাস্টে রশিদ খান বলেন, আফগানিস্তানের রাস্তায় সাধারণভাবে হাঁটা তার পক্ষে ঝুঁকিপূর্ণ।
বিশেষ করে তালেবান সরকারের সমালোচনা ও নারী শিক্ষার পক্ষে অবস্থান নেওয়ায় তিনি হুমকির মুখে পড়েছেন।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে ক্রিকেট কার্যক্রমও চরমভাবে ব্যাহত হয়।
রশিদের ভাষায়, কঠিন পরিস্থিতির মধ্যেও আফগানিস্তানের হয়ে খেলা ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, যা বাস্তবায়ন করতে তাকে বহু ঝুঁকি নিতে হয়েছে।
বিআলো/শিলি



