আফ্রিকার প্রেসিডেন্টকে চিঠি দিয়ে শুল্ক আরোপের বিষয়টি জানালেন ট্রাম্প
dailybangla
08th Jul 2025 12:11 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিকস সম্মেলনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাপোসা। এ সময়েই তাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ রয়েছে।
ওই চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
ট্রাম্প আরও বলেন, যদি দক্ষিণ আফ্রিকা তার ঘোষণার প্রতিক্রিয়ায় তাদের শুল্ক বৃদ্ধি করে, তাহলে তারা যে পরিমাণ শুল্ক বৃদ্ধি করতে চায় তা বিদ্যমান ৩০ শতাংশের ওপরে যোগ করা হবে।
চিঠিতে দক্ষিণ আফ্রিকা যদি এই শুল্কের বিরুদ্ধে পালটা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।
বিআলো/শিলি