• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের বড়ো প্রেরণা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা 

     dailybangla 
    08th Oct 2025 6:24 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের বড়ো প্রেরণা হিসেবে কাজ করেছে। তাঁর শাহাদত বৃথা যায়নি। তাঁর আত্মত্যাগের কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন মত প্রকাশের নতুন সুযোগ তৈরি হয়েছে, যা শিক্ষার্থীরা কাজে লাগাতে পেরেছে।

    মঙ্গলবার (৭ অক্টোবর) শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শহিদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রদর্শনীর আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    বিগত সরকারের ১৬ বছরের দুঃশাসনের সমালোচনা করে মাহফুজ আলম বলেন, ওই সময়ে আবরার ফাহাদের মতো হাজারো শিক্ষার্থী নিপীড়নের শিকার হয়েছেন। অনেকেই মৃতপ্রায় অবস্থায় বেঁচে গেছেন। প্রক্টর ও প্রভোস্ট নিজেরাই শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিয়েছেন, এমনকি কারাগারে ভিন্ন মতের শিক্ষার্থীদের চিকিৎসাও দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে প্রায়ই শিবিরের নামে সাধারণ শিক্ষার্থীদের মেরে বের করে দেওয়া হতো।

    তিনি বলেন, আবরার ফাহাদের শাহাদতের গভীর তাৎপর্য রয়েছে। এই আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়—অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর কখনো স্তব্ধ করা যায় না। একই সঙ্গে তিনি আবরার ফাহাদের শাহাদতের তাৎপর্য অনুধাবন করার ওপর গুরুত্বারোপ করেন।

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “শেখ হাসিনা যে ভুল করেছেন, আমরা সেই ভুল করতে চাই না। ফ্যাসিজম যে প্রক্রিয়ায় তৈরি হয়, আমরা সেই প্রক্রিয়ায় ঢুকতে চাই না।” জুলাই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজনকে অপ্রত্যাশিত ও দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের বিভাজন এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে নাগরিকদের জন্য নিরাপদ রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

    নিজেকে রাষ্ট্রগঠনের পক্ষের লোক উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদী সাংস্কৃতিক ব্যবস্থার বিপরীতে জনগণের সামনে ভালো বিকল্প উপস্থাপন করতে হবে। সেটি করতে না পারলে জনগণ পুরনো সাংস্কৃতিক ব্যবস্থায় ফিরে যাবে। তিনি বলেন, আমাদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যেতে হবে। বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ঐতিহ্যের সমন্বয়ে বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই কাজে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

    অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ২০১৯ সালে বুয়েটে ছাত্রলীগের গুন্ডারা আবরার ফাহাদকে হত্যা করেছিল। তারা ভেবেছিল, এভাবে আধিপত্যবিরোধী কণ্ঠ স্তব্ধ করা যাবে। কিন্তু ইতিহাস বলে, আধিপত্যবিরোধী কণ্ঠ কখনো স্তব্ধ করে দেওয়া যায় না।

    ফারুকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের প্রত্যেকেই আবরার ফাহাদের হৃৎস্পন্দন ধারণ করেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে আবরার ফাহাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

    জুলাই গণঅভ্যুত্থানের ন্যারেটিভ বা বয়ান তৈরি প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের অন্যতম কাজ হলো জুলাইয়ের ন্যারেটিভ তৈরি করা। এর পাশাপাশি বিগত সরকারের ১৬ বছরের দুঃশাসনের ন্যারেটিভও তৈরি করতে হবে। সাংস্কৃতিক বৈষম্যকে ফ্যাসিবাদের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, সাংস্কৃতিক বৈষম্য থেকে জাতিকে মুক্ত হতে হবে। ধর্ম বা রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে আলাদা করা যাবে না।

    তিনি আরও বলেন, আমাদের এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে বাংলাদেশ ইতিহাসের সব অধ্যায়কে ধারণ করবে। সবাইকে ‘বাংলাদেশ’ ও ‘বাংলাদেশপন্থা’য় এক থাকতে হবে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। উদ্বোধনী পর্ব শেষে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

    প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর সন্ধ্যায় একই স্থানে ‘চলচ্চিত্রে জুলাই’ শিরোনামে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক নির্মিত ও নির্মিতব্য চলচ্চিত্রের নির্মাতা ও কলাকুশলীরা। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031