• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আবারও ইলিয়াস কাঞ্চনকে ঘিরে মর্মান্তিক গুজব, ক্ষুব্ধ পরিবার 

     dailybangla 
    21st Jan 2026 11:12 pm  |  অনলাইন সংস্করণ

    গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, চিকিৎসাধীন আছেন জনপ্রিয় এই চিত্রনায়ক

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রদূত ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বেদনাদায়ক ও মিথ্যা গুজব।

    বুধবার (আজ) বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তাঁর মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার করা হলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে, যা পরিবার, সহকর্মী ও অগণিত শুভানুধ্যায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করে।

    এ বিষয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়, মেয়ে ইশরাত জাহান ইমা এবং জামাতা আরিফুল ইসলাম কলিন্স। তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করা উচিত।

    পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, “যে কেউ কোনো পোস্ট দিলেই তা বিশ্বাস করবেন না। কোনো দুঃসংবাদ ঘটলে সেটি অবশ্যই পারিবারিকভাবেই জানানো হবে। আমাদের পক্ষ থেকে কোনো আপডেট না আসা পর্যন্ত ইউটিউব বা ফেসবুকের মিথ্যা সংবাদে কেউ কান দেবেন না।”

    ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে তাঁর সন্তানরা বলেন, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন। তারা বলেন, “আজও বাবা চিকিৎসকের কাছে গিয়েছিলেন। আল্লাহর রহমতে তিনি চিকিৎসার মধ্যেই আছেন। ইতোমধ্যে তাঁর দ্বিতীয় দফা ক্যামোথেরাপি চলছে, যা আগামী মে মাস পর্যন্ত অব্যাহত থাকবে”

    পরিবার জানায়, পরিকল্পনা অনুযায়ী চিকিৎসার পরবর্তী ধাপে ইলিয়াস কাঞ্চনকে জার্মানিতে নিয়ে গিয়ে একটি বিশেষ ভ্যাকসিন দেওয়া হবে। এরপর শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষেই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    পরিশেষে পরিবার দেশবাসীসহ সকল শুভানুধ্যায়ীর কাছে আবেগঘন অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা সবাই বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। এই দোয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

    এদিকে, ইলিয়াস কাঞ্চনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে—যাঁরা তথ্যের সত্যতা নিশ্চিত করতে চান, তারা নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে (+৮৮০১৭১২৭১৩৯৯৬) নম্বরে যোগাযোগ করতে পারেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031