আবারও কমতে পারে তাপমাত্রা, বাড়বে ঘন কুয়াশ
dailybangla
03rd Feb 2025 1:56 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কম থাকলেও ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে আকাশ। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে আবারও রাতের তাপমাত্রা কমে ঘন কুয়াশা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বিআলো/শিলি